মানুষের কল্যাণের জন্য সুষ্ঠু পরিবেশে সংবিধানের বাইরে গিয়ে নির্বাচন করা যেতে পারে। নির্বাচনের পর এটির বৈধতা দেয়া যেতে পারে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। সকালে প্রেসক্লাবে ‘ভোটাধিকার-ন্যায় বিচার ও মানবাধিকার: বর্তমান বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন।
এসময় সমঝোতা ও জাতীয় ঐক্যের মাধ্যমে নির্বাচন হতে পারে জানিয়ে মওদুদ বলেন, দেশের বর্তমান সংকটের মোকাবেলা করতে হবে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করতে হবে।
সভায় মওদুদ আরও বলেন, নতুন প্রজন্ম সরকারকে বুঝতে পেরেছে, তাই তাদের সাথেও প্রতারণা ও অত্যাচার করা হচ্ছে।
চেয়ারপারসনের চিকিৎসা নিয়ে মওদুদ আহমদ বলেন, মেডিকেল বোর্ড গঠনের নামে সরকার প্রতারণা করেছে। তাদের দেয়া রিপোর্ট গ্রহণযোগ্য নয়।
Leave a reply