বিএনপির কর্মসূচিতে বাধা দেয়া হবে কিনা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চেয়েছেন পিটার হাস

|

দুর্গাপূজা, ২৮ অক্টোবর ও তার পরবর্তী রাজনৈতিক কর্মসূচি শান্তিপূর্ণ হওয়ার ব্যাপারে আশাবাদী যুক্তরাষ্ট্র। রোববার (২২ অক্টোবর) দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে এ প্রত্যাশার কথা জানান মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বিএনপির কর্মসূচিতে বাধা দেয়া হবে কিনা, সে বিষয়েও জানতে চেয়েছেন তিনি। পরে এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শান্তিপূর্ণ কর্মসূচি নিয়ে সরকারের কিছু বলার নেই। তবে সড়কে চলাচলে বাধা সৃষ্টি করলে, প্রয়োজনীয় ব্যবস্থা নেবে পুলিশ।

দুর্গাপূজার পর আন্দোলনের কথা চলতি মাসেই জানিয়েছে বিএনপি। তারপর থেকে দলটি কঠোর কর্মসূচিতে যাবে কিনা, তা নিয়ে আলোচনা চলছে নানা মহলে। সবশেষ দলটির পক্ষ থেকে আগামী ২৮ অক্টোবর রাজধানীতে মহাসমাবেশের ঘোষণা আসে। তবে এ বিষয়ে দলটিকে এখনও আনুষ্ঠানিক অনুমতি দেয়নি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

এর মাঝেই, রোববার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে দেখা করলেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। সচিবালয়ে এক ঘণ্টার বৈঠকে তাদের কথা হয় দুর্গাপূজা, রাজনৈতিক কর্মসূচি ও রোহিঙ্গা সংকট নিয়েও।

এ বিষয়ে পিটার হাস বলেন, আমরা দুর্গাপূজার শান্তিপূর্ণ উদযাপন দেখতে চাই। একই সাথে ২৮ অক্টোবর ও তার পরের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিও যেন শান্তিপূর্ণ হয় সে ব্যাপারে আমরা আশাবাদী।

পরে এ নিয়ে এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিএনপির ২৮ অক্টোবরের কর্মসূচি নিয়ে কিছু তথ্য জানতে চেয়েছেন মার্কিন রাষ্ট্রদূত। বিশেষ করে নেতাকর্মীদের চলাচলে বাধা দেয়া হবে কিনা, সে প্রসঙ্গ এসেছে কয়েকবার।

মূলত ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির মহাসমাবেশ ঘিরে সরকার ঢাকায় প্রবেশের সব রাস্তাঘাট বন্ধ করে দেবে কিনা তা জানতে চান পিটার হাস। এ নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদেরকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রদূত এমন প্রশ্ন করতে পারেন কিনা? এটা শিষ্টাচার বহির্ভূত কিনা? সেই প্রশ্ন আপনাদের কাছে রাখলাম।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ২৮ অক্টোবর আওয়ামী লীগের মাঠে থাকার ঘোষণা দেয়া হয়েছে, এটি রাজনৈতিক বক্তব্য। নেতাকর্মীদের উজ্জীবিত রাখতে এ কথা বলতেই পারেন নেতারা।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply