মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে একটি অটোরিকশায় ধাক্কা মারার অভিযোগে পাঁচ বছর আগে করা মামলায় বলিউড অভিনেতা দালিপ তাহিলকে দুই মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। রোববার (২২ অক্টোবর) দালিপকে কারাদণ্ডের এ সাজা দেয় ম্যাজিস্ট্রেট আদালত। খবর হিন্দুস্তান টাইমসের।
এদিন এই মামলায় সাক্ষ্য দিয়েছেন চিকিৎসকেরা। এক চিকিৎসক দাবি করেন, ঘটনার সময়ে মদ্যপ অবস্থায় ছিলেন দালিপ তাহিল। এই অভিনেতার মুখ থেকে মদের গন্ধ বের হচ্ছিল, কথাবার্তায় অসঙ্গতি ছিল। চোখ ছিল ঘোলাটে এবং অস্থির চালচলন ছিল। সাক্ষ্যগ্রহণের পর বলিউড অভিনেতাকে দুই মাসের কারাদণ্ড দেয় ম্যাজিস্ট্রেট আদালত।
উল্লেখ্য, ২০১৮ সালে এক রাতে মদ্যপ অবস্থায় একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যাচ্ছিলেন দালিপ তাহিল। পালিয়ে যাওয়ার সময় পথচারীরা তার গাড়ির গতি রোধ করে এবং পুলিশে খবর দেয়। পুলিশ তাকে গ্রেফতার করে। পরে জামিনে মুক্তি পান এই অভিনেতা।
/এএম
Leave a reply