টানা তিন হারে ব্যাকফুটে থাকা টাইগারদের সামনে পরের পরীক্ষা শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। চার ম্যাচে তিন জয় পাওয়া প্রোটিয়াদের ধরাশায়ী করতে পারবে কিনা হাথুরুসিংহের শিষ্যরা, সেটাই এখন বড় প্রশ্ন।
অনুশীলনে সেরাটা দিলেও মূল ম্যাচে যেন খেই হারা এক বাংলাদেশ। এই ফুরফুরে মেজাজটা যে গ্যালারি ভর্তি দর্শকের সামনেই দেখতে চায় লাল-সবুজ ভক্তরা। রোববারের (২২ অক্টোবর) অনুশীলন দেখে বোঝা গেলো, সব ঠিক থাকলে দলে ফিরছেন সাকিব। বাড়বে শক্তিমত্তা, ঠিক হবে দলের ভারসাম্য।
সবশেষ দেখায় বিশ্বকাপে প্রোটিয়াদের বিপক্ষে জয়টা ছিল টাইগারদের। বিশমঞ্চে চারবারের দেখায় সমান দুটি করে জয় আছে দুই দলের। সুযোগ আছে ব্যবধান বাড়ানোর, সুযোগ আছে মলিন মুখে হাসি ফোটানোর। অপেক্ষাটা ২৪ অক্টোবরের। হারলে যে বিশ্বকাপ যাত্রাটা ‘প্রায়’ শেষ দেখে ফেলবে লাল-সবুজ দলটা।
একটা জয়ে হয়তো ঘুরে দাঁড়াতে পারে বাংলাদেশ দল। তবে ওয়াংখেড়েতে কি সেটাই করে দেখাতে পারবে সাকিব-মিরাজরা?
/এএম
Leave a reply