গাজা উপত্যকায় ঢুকলো ত্রাণবাহী দ্বিতীয় গাড়িবহর। রোববার (২২ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন জাতিসংঘের মানবিক ও জরুরি ত্রাণ বিষয়ক কমিশন (ওসিএইচএ)’র আন্ডার সেক্রেটারি জেনারেল মার্টিন গ্রিফিথস। খবর রয়টার্স।
গ্রিফিথস জানান, এবারের বহরে ১৪টি ট্রাক রয়েছে। তাতে খাদ্যপণ্য, সুপেয় পানির পাশাপাশি জরুরি চিকিৎসা সরঞ্জামও পাঠানো হয়েছে। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন অক্সফাম এই মানবিক সহায়তাকে স্বাগত জানিয়েছে। একইসাথে বলেছে, চরম বিপর্যয়ে রয়েছেন গাজাবাসী। সেই দুর্দশার তুলনায় এই ত্রাণ খুবই সামান্য। বিশ্ব সম্প্রদায়ের প্রতি সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
এ প্রসঙ্গে ইসরায়েল জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অনুরোধে সাড়া দিতেই দ্বিতীয় ত্রাণবহর উপত্যকায় ঢোকার অনুমতি দেয়া হলো। তবে জ্বালানির ব্যাপারে এখনো আসেনি সম্মতি। প্রয়োজনীয় জ্বালানির অভাবে গাজা’র হাসপাতালগুলো অকার্যকর হয়ে পড়ছে। দু’সপ্তাহের সংঘাতের পর শনিবারই প্রথমবার মানবিক সহায়তা ঢোকে গাজায়।
/এআই
Leave a reply