মার্কিন সেনাদের লক্ষ্যবস্তু করা হলে ওয়াশিংটন প্রতিশোধ নিতে প্রস্তুত: অ্যান্টনি ব্লিনকেন

|

ছবি: এপি।

ইসরায়েল-হামাস যুদ্ধের সময় মার্কিন সেনাদের লক্ষ্যবস্তু করা হলে ওয়াশিংটন প্রতিশোধ নিতে প্রস্তুত এমন হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। রোববার (২২ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

এনবিসি’র মিট দ্য প্রেসের এক সাক্ষাত্কারে ব্লিঙ্কেন বলেন, ইরানের প্রক্সিদের জড়িত থাকার মাধ্যমে ইসরায়েল-হামাস যুদ্ধ বাড়বে। তবে, আমেরিকান কর্মী কিংবা সেনাদের যদি এমন কোন লক্ষ্যবস্তুতে পরিণত হয়, তবে তার প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত রয়েছি আমরা।

তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে আমরা কোন বাড়াবাড়ি চাই না। তবে আমাদের বাহিনী কিংবা কর্মীরা আগুনের মুখে পড়ুক এমনটা আমরা দেখতে চাই না। কিন্তু যদি তা হয়, আমরা তার জন্য প্রস্তুত।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply