বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে নামছে পাকিস্তান। সোমবার (২৩ অক্টোবর) চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। দু’দলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।
ম্যাচে দুই দলের একাদশেই একটি করে পরিবর্তন এসেছে। জ্বরের কারণে পাকিস্তানের একাদশ থেকে ছিটকে গেছেন অলরাউন্ডার মোহাম্মদ নাওয়াজ। তার জায়গায় দলে ফিরেছেন শাদাব খান। আফগান দলের পেসার ফজলহক ফারুকিকে এই ম্যাচে বিশ্রাম দিয়ে একাদশে সুযোগ দেয়া হয়েছে স্পিনার নুর আহমদকে।
পাকিস্তান একাদশ:
বাবর আজম (অধিনায়ক), ইমাম-উল হক, আবদুল্লাহ শফিক, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সৌদ শাকিল, ইফতেখার আহমেদ, শাদাব খান, উসামা মীর, হাসান আলী, শাহীন শাহ আফ্রিদি ও হারিস রউফ।
আফগানিস্তান একাদশ:
রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, ইকরাম আলীখিল (উইকেটরক্ষক) মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান, নবীন-উল-হক ও নুর আহমদ।
/এনকে
Leave a reply