ছবি: সংগৃহীত
ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত বন্ধে দ্রুত অস্ত্রবিরতির আহ্বান জানালেন ফ্রান্সের ‘স্পাইডারম্যান’ হিসেবে খ্যাত এলাইন রবার্ট। খবর টাইমস অব ইন্ডিয়ার।
সংঘাত বন্ধের আহ্বান জানাতে রোববার (২২ অক্টোবর) প্রায় ৮শ ফুট একটি ভবন সফলভাবে বেয়ে ওঠেন তিনি। এতে তার সময় লাগে প্রায় ২ ঘন্টা। প্যারিসের বাণিজ্যিক এলাকায় অবস্থিত ৪৮ তলা এই ভবনটি।
এলাইন রবার্ট জানান, নতুন কোনো চ্যালেঞ্জ মোকাবেলা কিংবা বাহবা পেতে নয়, বরং যুদ্ধবিরোধী আহ্বান জানাতেই ভবনটিতে বেয়ে উঠেছেন তিনি। নিরপরাধ মানুষের জীবন বাঁচাতে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন এলাইন রবার্ট।
/এএম
Leave a reply