নিজ সেনা সদস্যের তোপের মুখে পড়লেন নেতানিয়াহু!

|

ছবি: এপি

যুদ্ধক্ষেত্রে নিজ সেনা সদস্যের তোপের মুখে পড়লেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার (২২ অক্টোবর) সেনা ক্যাম্প পরিদর্শনকালে এ ঘটনার সাক্ষী হয় নেতানিয়াহু। খবর এপির।

ইসরায়েল সীমান্তে অবস্থিত সেনা ক্যাম্প পরিদর্শনে যান নেতানিয়াহু। সেখানে হামাস ও হিজবুল্লাহ গেরিলাদের বিরুদ্ধে লড়াইরত সেনা সদস্যদের প্রশংসা করেন তিনি। এমন সময় ইসরায়েলি এক সেনা সদস্য ক্ষোভ ঝাড়েন নেতানিয়াহুর ওপর। বলেন, নেতানিয়াহুর ভুল সিদ্ধান্তের কারণেই হামলার সুযোগ পেয়েছে হামাস। যাতে প্রাণ গেছে ৩ শতাধিক ইসরায়েলি সেনার। এসময় বাকি সদস্যরা ওই সেনাকে দ্রুত সরিয়ে নেন ঘটনাস্থল থেকে।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে অভিযান শুরু করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। প্রত্যুত্তরে গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। দু’সপ্তাহের সংঘাতে প্রাণ হারিয়েছেন সাড়ে ৪ হাজারের বেশি ফিলিস্তিনি। আহত ১৫ হাজারের কাছাকাছি। অন্যদিকে, ইসরায়েলে হামাসের হামলায় কমপক্ষে ১,৪০০ নিহত হয়েছেন।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply