অভিযান চালাতে গিয়ে হামাসের হামলায় নিহত ইসরায়েলি সেনা

|

ছবি: সংগৃহীত

হামাসের হামলায় এক সেনাসদস্যের মৃত্যু এবং ৩ জন আহত হওয়ার খবর নিশ্চিত করলো ইসরায়েল। রোববার (২২ অক্টোবর) গাজা উপত্যকায় অভিযান চলাকালে হয় এই হতাহতের ঘটনা। খবর আল জাজিরার।

আইডিএফের দাবি, খান ইউনিস এলাকায় লুকিয়ে রাখা ইসরায়েলি বন্দিদের সন্ধানে চলছিলো অভিযান। এসময় সেনাবাহিনীর ঐ ইউনিটের ওপর হামলা চালায় হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেড। ছোঁড়ে অ্যান্টি ট্যাংক মিসাইল, ঘটনাস্থলেই প্রাণ হারান ইসরায়েলি সেনা। বাকিদের হাসপাতালে চিকিৎসা দেয়া হলেও শারীরিক অবস্থা সংকটাপন্ন।

হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তারা বলেছে, গাজা উপত্যকায় স্থল অভিযান চালাতে গেলে ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে ওই সেনা নিহত হন।

বিশ্লেষকরা বলছেন, স্থলাভিযান শুরুর হুমকি দিয়ে রাখা ইসরায়েলের জন্য যত্রতত্র গাজায় ঢোকাটা নিরাপদ নয়। কারণ, হামাস তাদের ঠেকাতে নিয়েছে নানামুখী পদক্ষেপ। হামাসের সাথে চলমান যুদ্ধে তিন শতাধিক সেনা হারিয়েছে ইসরায়েল।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply