ভৈরবে যাত্রীবাহী ট্রেনের সাথে মালবাহী ট্রেনের সংঘর্ষে নিহত ১৫, হতাহত আরও বাড়ার শঙ্কা

|

কিশোরগঞ্জের ভৈরবে যাত্রীবাহী এগারোসিন্দুর ট্রেনের সাথে একটি মালবাহী ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে যাত্রীবাহী ট্রেনটির তিনটি বগি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সোমবার (২৩ অক্টোবর) দুপুর সাড়ে ৩টা নাগাদ ভৈরব জংশনের আগে জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিস। আহতদের উদ্ধারে কাজ করছে তারা।

জানা গেছে, ঢাকা থেকে একটি কন্টেইনারবাহী ট্রেন ভৈরব স্টেশনে প্রবেশ করছিল। তার ঠিক আগ মুহূর্তে ভৈরব থেকে এগারোসিন্দুর ট্রেন ঢাকার দিকে রওনা দেয়। এ সময় জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় এগারওসিন্দুর ট্রেনের শেষের দুই-তিনটি বগিতে কন্টেইনারবাহী ট্রেনের ইঞ্জিন আঘাত করে। ধারণা করা হচ্ছে, সংকেতের কোনো জটিলতার কারণেই এ ঘটনা ঘটেছে।

এই দুর্ঘটনার ফলে ঢাকা-সিলেট, ঢাকা-চট্রগ্রাম, ঢাকা-নোয়াখালী ও ময়মনসিংহ-চট্রগ্রাম রেলপথে রেলযোগাযোগ বন্ধ রয়েছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply