কিশোরগঞ্জের ভৈরবে দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শতাধিক হতাহত হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে ফায়ার সার্ভিস। সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় ফায়ার সার্ভিসের সদর দফতর থেকে গণমাধ্যমে পাঠানো এক ক্ষুধে বার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, চট্টগ্রাম থেকে ঢাকাগামী এগারোসিন্দুর যাত্রীবাহী ট্রেনের সাথে মালবাহী ট্রেনের সংঘর্ষে যাত্রীবাহী ট্রেনটির দু’টি বগি উল্টে গেছে। উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে। হতাহতের সংখ্যা শতাধিক হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে সোমবার দুপুর সাড়ে ৩টা নাগাদ ভৈরব জংশনের আগে জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
/এনকে
Leave a reply