আগামী ২৮ অক্টোবর বৌদ্ধ ধর্মালম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ‘প্রবারণা পূর্ণিমা’। ওইদিন রাজধানীতে কর্মসূচির ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিরোধী দল বিএনপি। তবে উৎসবের কারণে রাজনৈতিক দলগুলোকে ওইদিনের কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ সম্মিলিত বৌদ্ধ সমাজ।
সোমবার (২৩ অক্টোবর) ঢাকা রিপোর্টাস ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান সংগঠনটির নেতাকর্মীরা
এসময় বক্তারা বলেন, বৌদ্ধদের গুরুত্বপূর্ণ এ ধর্মীয় অনুষ্ঠানের তারিখ এক বছর আগেই নির্ধারিত। ফলে রাজনৈতিক দলগুলোর প্রতি আশা ছিল, সম্প্রীতির কথা বিবেচনা করে এ দিনে তারা বড় রাজনৈতিক কর্মসূচি থেকে বিরত থাকবে। তবে কিছু রাজনৈতিক দল ‘প্রবারণা পূর্ণিমা’র দিন কর্মসূচি রাখায় বৌদ্ধ জনগোষ্ঠী আতঙ্কিত হয়ে পড়েছে।
শান্তিপূর্ণভাবে ধর্মীয় উৎসব পালনে ২৮ অক্টোবর বড় রাজনৈতিক কর্মসূচি না রাখার অনুরোধ জানানো হয় সংবাদ সম্মেলনে।
/এনকে
Leave a reply