ইসরায়েলি ২ প্রবীণকে মুক্তি দিলো হামাস

|

৭৯ বছরের নুরিত কুপার (বামে) এবং ৮৫ বছরের ইয়োচেভ লিফশিটজ (ডানে)। ছবি: আল- জাজিরা।

প্রবীণ দুই ইসরায়েলি বন্দিকে মুক্তি দিলো হামাস। সোমবার (২৩ অক্টোবর) গভীর রাতে এ তথ্য নিশ্চিত করেন সামরিক শাখা কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু ওবাইদ। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।

প্রতিবেদনে বলা হয়, কাতার ও মিসরের মধ্যস্থতায় তাদের ছাড়া হয়েছে। মূলত, মানবিক দিক এবং শারীরিক অসুস্থতা বিবেচনা করেই নেয়া হয়েছে এ সিদ্ধান্ত। যাদের দায়িত্ব নিয়ে রাফাহ্ ক্রসিং পার করিয়েছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন (আইসিআরসি)।

তেল আবিবের ইচিলভ হাসপাতালের ছাদে একটি সামরিক হেলিকপ্টার থেকে বেরিয়ে আসতে দেখা গিয়েছে ইয়োচেভ লিফশিটজ ছবি: টাইমস অব ইসরায়েল।

মুক্ত হওয়া প্রবীনদের একজন ৮৫ বছরের ইয়োচেভ লিফশিটজ এবং ৭৯ বছরের নুরিত কুপার। বর্তমানে তেল আবিবের ইচিলভ হাসপাতালে তাদের প্রাথমিক চিকিৎসার জন্য নেয়া হয়েছে। শিগগিরই তাদের হস্তান্তর করা হবে পরিবারের কাছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ’র আশঙ্কা অন্তত ২২২ জনকে বন্দি রেখেছে হামাস।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply