আজ রাত ৮টার মধ্যেই অন্তত ১৫ লাখ মানুষকে আশ্রয়কেন্দ্রে নেয়া হবে: দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী

|

ঘূর্ণিঝড় হামুন আজ মঙ্গলবার রাত ১০টা নাগাদই আঘাত হানতে পারে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। তাই রাত ৮টার মধ্যেই ১০ জেলার অন্তত ১৫ লাখ মানুষকে আশ্রয়কেন্দ্রে আনা হবে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে ঘূর্ণিঝড় হামুন নিয়ে সচিবালয়ে বৈঠক শেষে এ তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী।

তিনি বলেন, হামুন অতিপ্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেবে। তাই ৪২টি উপজেলায় আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। অতিরিক্ত ত্রাণ ও অর্থ বরাদ্দ দেয়া হয়েছে বলেও জানান তিনি। প্রতি জেলায় ২০ লাখ টাকা, ৫০ টন চাল, গো খাদ্য ও শিশু খাদ্যের জন্য ১ কোটি টাকা করে বরাদ্দ দেয়া হয়েছে।

এই ঘূর্ণিঝড় বরিশাল থেকে চট্টগ্রামে আঘাত হানতে পারে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এর চোখ থাকতে পারে পটুয়াখালী, ভোলা, পিরোজপুর, চট্টগ্রাম, লক্ষ্মীপুর ও ফেনীতে। এখন পর্যন্ত ১০টি জেলাকে ঝুঁকিপূর্ণের তালিকায় রাখা হয়েছে।

তবে হামুন প্রবল ঘূর্ণিঝড় হিসেবে আঘাত হানলেও অন্যবারের তুলনায় সহজে মোকাবেলা করা যাবে বলে আশা প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply