অবৈধ অস্ত্র সংরক্ষণ ও বহনের দায়ে ১৭ বছরের কারাদণ্ড

|

স্টাফ রিপোর্টার, নাটোর
অবৈধ অস্ত্র সংরক্ষণ ও বহনের দায়ে নাটোরে আব্দুর রাজ্জাক (৪০) নামে এক ব্যক্তির ১৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে যুগ্ম জেলা জজ প্রথম আদালতের বিচারক মোহম্মদ নুরুজ্জামান এই আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আব্দুর রাজ্জাক সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের পশ্চিম ভেংরী গ্রামের মৃত খোরশেদ মিয়ার ছেলে।

নাটোর জজ আদালতের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২০১১ সালের ২৪ অক্টোবর রাতে সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের পশ্চিম ভেংরী গ্রামের আব্দুর রাজ্জাকের বাড়িতে অভিযান চালায় র‌্যাব ৫ এর একটি দল। এ সময় আব্দুর রাজ্জাকের শয়ন ঘরে তল্লাশিকালে ঘরের একটি স্টিলের বাক্সের ভিতর থেকে একটি সাটারগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার ও আব্দুর রাজ্জাককে আটক করা হয়। পরে আটককৃত আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে অবৈধ অস্ত্র সংরক্ষণের অভিযোগে অস্ত্র আইনে মামলা দায়ের করে সিংড়া থানায় সোপর্দ করা হয়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালনি সিংড়া থানার উপ-পরিদর্শক সৈকত হাসান তদন্ত শেষে অভিযুক্ত আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে আদালতে চার্জশিট প্রদান করেন। আদালতের বিচারক মামলার স্বাক্ষী প্রমাণ গ্রহণ শেষে দীর্ঘ প্রায় ৭ বছর পর মঙ্গলবার দুপুরে আসামি আব্দুর রাজ্জাককে ১৭ বছরের কারাদণ্ড প্রদান করেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply