চট্টগ্রাম-কক্সবাজারে ৭ নম্বর বিপদ সংকেত, মোংলা-পায়রায় ৫ নম্বর

|

ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে চট্টগ্রাম-কক্সবাজার সমুদ্র বন্দর ও আশপাশের এলাকায় ৭ নম্বর বিপদ সংকেত এবং মোংলা-পায়রা সমুদ্র বন্দর ও তার আশপাশের এলাকায় ৫ নম্বর বিপদ সংকেত দেখানো হয়েছে। মঙ্গলবার (২৩ অক্টোবর) আবহাওয়া অধিদফতরের সবশেষ বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, আবহাওয়ার অধিদফতরের সামুদ্রিক সতর্কবার্তায় বলা হয়েছে, উপকূলীয় জেলা পটুয়াখালী, ভোলা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ভোলা ও কাছাকাছি দ্বীপ ও চরগুলো ৭ নম্বর বিপদ সংকেতের আওতায় থাকবে।

এছাড়া, উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply