হামাস-ইসরায়েলের ১৮ দিনের সংঘাতে প্রতিদিন গড়ে ৪০০ শিশু হতাহত হয়েছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) এ তথ্য প্রকাশ করে জাতিসংঘের শিশু বিষয়ক ফান্ড ইউনিসেফ।
প্রতিবেদনে বলা হয়, গাজা উপত্যকায় চালানো আগ্রাসনে এখন পর্যন্ত দু’হাজার ৩৬০ শিশুর প্রাণ গেছে। আহত পাঁচ হাজারের বেশি। তাদের শারীরিক অবস্থার পাশাপাশি সংকটে মানসিক স্বাস্থ্যেও।
ইউনিসেফের দাবি, চোখের সামনে পরিবারের সদস্যদের হত্যা, বাড়ি-স্কুলে ইসরায়েলি আগ্রাসনের কারণে গাজার শিশুরা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে। মঙ্গলবার রাতেও উপত্যকায় রেড ক্রিসেন্টের সদর দফতর আল-আমাল হাসপাতালকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। সেখানে আশ্রিত ছিলেন ৪ হাজার গাজাবাসী। দু’দিনে প্রায় সাত শতাধিক মানুষের মৃত্যু দেখেছে গাজা। ইসরায়েলি আগ্রাসনে মোট প্রাণহানি পাঁচ হাজার ৮০০’র কাছাকাছি। আহত ১৫ হাজার ছাঁড়িয়েছে।
/এআই
Leave a reply