মহামূল্যবান এক টি-ব্যাগ!

|

ঝটপট চা বানাতে টি-ব্যাগের জুড়ি নেই। একটি টি-ব্যাগের দাম কত হতে পারে? কোনটি হয়তো ১ টাকা, আবার কোনটির মূল্য ৫ টাকা, বিশেষ টি-ব্যাগ হলে আরও বেশি মূল্যও হতে পারে। তাই বলে ১৫ হাজার ডলার! হ্যাঁ, এমনই একটি টি-ব্যাগ বানিয়েছে ব্রিটিশ জুয়েলারি নির্মাতা প্রতিষ্ঠান বডেলস যার মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ লাখ টাকা।

এত মূল্য হওয়ার কারণ টি-ব্যাগটিতে বসানো রয়েছে ২৮০টি মূল্যবান হীরা। কোনো ধরনের মেশিনের ব্যবহার না করে তিন মাস ধরে একটি একটি হীরা বসিয়ে হাতে বুনে তৈরি করা হয়েছে টি-ব্যাগটি। ব্রিটিশ চা কোম্পানি ‘পিজি টিপস’-এর ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে এটি তৈরি করা হয়েছে।

এহেন বিলসিতার পেছনে একটি মহৎ উদ্দেশ্যও আছে। এই টি-ব্যাগ বিক্রি করে প্রাপ্ত অর্থ ম্যানচেস্টার চিলড্রেন’স হাসপাতালের শিশুদের চিকিৎসা খাতে সাহায্যে ব্যয় করা হবে।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply