ভোলা করেসপনডেন্ট:
ভোলায় একটি কাঁচামালবাহী ট্রলার থেকে ১৭ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড। বুধবার (২৫ অক্টোবর) ভোরে এ জালগুলো জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক মূল্য প্রায় ৫ কোটি ৯৫ লাখ টাকা বলে জানিয়েছে কোস্টগার্ড।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা এইচ এম হারুন অর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদরের খেয়াঘাট সংলগ্ন জাঙ্গালীয়া নদীতে বরিশাল থেকে ভোলাগামী কাঁচামালবাহী একটি ট্রলারে তল্লাশি করা হয়। এ সময় ১৭ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।
এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। পরে আটককৃতদের মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়। পরবর্তীতে জব্দকৃত জাল মৎস্য বিভাগের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
আরএইচ/এটিএম
Leave a reply