Site icon Jamuna Television

গাজা ইস্যুতে যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবে চীন-রাশিয়ার ভেটো

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে চতুর্থবারের মতো ব্যর্থ হলো গাজা ইস্যুতে শান্তি প্রস্তাব। এবার যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ভেটো দিয়েছে চীন ও রাশিয়া। খবর রয়টার্সের।

বুধবার (২৫ অক্টোবর) তোলা খসড়ায় বলা হয়, গাজায় ত্রাণ প্রবেশে মানবিক অস্ত্রবিরতির কথা। সরাসরি ইসরায়েলের নাম উল্লেখ না করে, কোনো দেশের আত্মরক্ষার অধিকার ইস্যু ছিল এই প্রস্তাবে। এতে সমর্থন দেয় নিরাপত্তা পরিষদের ১০ সদস্য। ভোটদানে বিরত ছিল দুই দেশ। চীন-রাশিয়া ছাড়াও বিপক্ষে ভোট দিয়েছে সংযুক্ত আরব আমিরাত।

চীন-রাশিয়ার দাবি, সামগ্রিক অস্ত্রবিরতির কথা বলা হয়নি প্রস্তাবে। বরং এটি সবুজ সংকেত দেবে আগ্রাসন বৃদ্ধিতে। আর আমিরাত জানায়, ইসরায়েলিদের মতোই ফিলিস্তিনিদের জীবনকেও সমান গুরুত্ব দিতে হবে। একইদিন দ্বিতীয়বারের মতো শান্তি প্রস্তাব তোলার চেষ্টা করে রাশিয়া। তবে প্রয়োজনীয় সমর্থন মেলেনি। এর আগে ব্রাজিলের তোলা প্রস্তাবে ১৪ দেশ সমর্থন দিলেও ভেটো দেয় যুক্তরাষ্ট্র।

এসজেড/

Exit mobile version