হামাস সন্ত্রাসী নয়, তারা নিজ ভূমির সুরক্ষার জন্য লড়ছে: পার্লামেন্টে এরদোগান

|

হামাস কোনো সন্ত্রাসী গোষ্ঠী নয়, বরং স্বাধীনতাকামী সংগঠন। যারা নিজ ভূমির সুরক্ষায় লড়ছে। বুধবার (২৫ অক্টোবর) পার্লামেন্টে দেয়া ভাষণে একথা বলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। খবর হেরিটেজের।

এ সময় গাজা ইস্যুতে পশ্চিমাদের ভূমিকার তীব্র নিন্দা জানান এরদোগান। তিনি বলেন, ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে যারা সমর্থন দেয়, গাজার মানবিক বিপর্যয় নিয়েও কথা বলা উচিত তাদের। পশ্চিমা শক্তিগুলোকে মিথ্যাবাদী আখ্যা দিয়ে তিনি বলেন, গাজায় নিষ্ঠুরতার বিষয়ে চোখ বন্ধ করে রেখেছে তারা। ফিলিস্তিনিদের ওপর আগ্রাসনে আরও উস্কানি না দেয়ার আহ্বান জানান এরদোগান। অবিলম্বে হামাস ও ইসরায়েল অস্ত্রবিরতির আহ্বানও জানিয়েছেন তিনি।

এরদোগান বলেন, হামাস কোনো সন্ত্রাসী সংগঠন নয়, তারা মুজাহিদিন। যারা নিজেদের মাটি ও বাসিন্দাদের সুরক্ষায় লড়াই করছে। গাজায় আগ্রাসন চালানো এবং এই হামলাকারীদের সমর্থন যারা করছে, উভয় পক্ষেরই খুনী আর বিকারগ্রস্ত মানসিকতার পরিচয় পেয়েছে বিশ্ব। তুরস্ক ইসরায়েলের নিষ্ঠুরতাকে কখনও অনুমোদন দেবে না।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply