কানাডিয়ানদের জন্য পুনরায় ভিসা পরিষেবা চালু ভারতের

|

ছবি: সংগৃহীত

কানাডার নাগরিকদের জন্য পুনরায় ভিসা পরিষেবা চালু করতে যাচ্ছে ভারত। শিখ নেতা হত্যাকাণ্ডের জেরে দুই মাসের কূটনৈতিক টানাপোড়েনের পর বৃহস্পতিবার (২৬ অক্টোবর) থেকে স্বাভাবিক হচ্ছে ভিসা ইস্যুর প্রক্রিয়া। খবর বিবিসির।

বিষয়টি নিশ্চিত করেছে দিল্লিতে কানাডার হাইকমিশন। জানা গেছে, ৪টি ক্যাটাগরিতে ভিসা দেয়া হবে। সেগুলো হলো– প্রবেশ, চিকিৎসা, ব্যবসায়িক ও কনফারেন্স ভিসা।

এর আগে গত ২২ অক্টোবর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছিলেন, কানাডায় কর্মরত ভারতীয় কূটনীতিকদের নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখতেই চালু করা হবে ভিসা পরিষেবা।

উল্লেখ্য, চলতি বছরের জুন মাসে কানাডার একটি গুরুদুয়ারার সামনে খুন হন শিখ নেতা। পরে গত সেপ্টেম্বরে নিজ দেশের পার্লামেন্টে দাঁড়িয়ে খালিস্তানপন্থি নেতা হারদিপ সিং নিজ্জারকে হত্যার জন্য ভারতকে দায়ী করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এরপরই দুদেশের কূটনৈতিক সম্পর্কে দেখা দিয়েছিল ফাটল। পরস্পরের কূটনীতিককে বহিষ্কার করে ভারত-কানাডা। বন্ধ করে দেয়া হয় ভিসা ইস্যু।

/এমএইচ /এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply