সহিংসতার জবাব সহিংসতাই হয়। বিএনপি একাত্তরের নয়, তারা ’৪৭ এর চেতনা ধারণ করে— এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল ২৮ অক্টোবর উদ্বোধন উপলক্ষ্যে রাজধানীর সেতু ভবনে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
ওবায়দুল কাদের এ সময় প্রশ্ন ছুড়ে দেন, আওয়ামী লীগ শান্তি সমাবেশ করবে। তবে কেউ গায়ে পড়ে আক্রমণ করতে এলে কি নেতাকর্মীরা চুপচাপ বসে থাকবে?
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, হামলা হলে কর্মীরা বসে থাকবে না। শান্তিপূর্ণ নির্বাচন চাই, নির্বাচনের আগে ও পরের পরিবেশ শান্ত চাই। বিএনপি আজকের এসব উন্নয়ন স্বপ্নেও দেখেনি তারা শুধু আন্দোলনই করেছে। আওয়ামী লীগ যেমন কাজ করেছে, তেমনি রাজপথেও সতর্ক থেকেছে।
গতকাল বুধবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের রাতের খাবার খাওয়া ও বৈঠকের বিষয়ে এ সময় সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন। যে বৈঠকটিতে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ-ও। সেতুমন্ত্রী বললেন, এ ব্যাপারে আমার জানা নেই, দলীয়ভাবে আমরা অবগত নই।
তিনি জানান, আগামী ২৮ অক্টোবর আওয়ামী লীগের শান্তি সমাবেশের স্থান বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের বিকল্প স্থানের প্রস্তাব পুলিশকে জানানো হয়েছে।
ওবায়দুল কাদের বলেন, বিদেশি চাপের বিষয়ে অবহিত নই, আমাদের নির্বাচন আমরা করবো, বন্ধু রাষ্ট্র হিসেবে তারা নির্বাচন সুষ্ঠু হচ্ছে কি না তা পর্যবেক্ষণ করতে পারে। ২৯ তারিখ মার্কিন রাষ্ট্রদূত সাক্ষাতের জন্য সময় চেয়েছে।
/এমএন
Leave a reply