দেশসেরা ক্রিকেটারকে শুনতে হলো দুয়োধ্বনি!

|

ছবি: সংগৃহীত

বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ, সাকিব আল হাসান; এমন জয়ধ্বনিতে অসংখ্যবার উত্তাল হয়েছে গ্যালারি, মুখরিত হয়েছে চারপাশ। অজস্রবার পেয়েছেন মহাবীরের সম্মান। সেই সাকিবই দেখলেন মুদ্রার উল্টো পিঠ। তোপের মুখে পড়তে হয়েছে বিশ্বসেরা অলরাউন্ডারকে! শুনতে হলো দুয়োধ্বনি! বাংলাদেশের পোস্টার বয়কে দেখে একদল মানুষ ‘ভুয়া’ ‘ভুয়া’ বলে চিৎকার করেছেন।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল ৯:১০ মিনিটে হোম অব ক্রিকেটে আসেন সাকিব। এরপর প্রায় ঘন্টা দুয়েক কোচ নাজমুল আবেদীন ফাহিমের সাথে অনুশীলন করেন। প্রাকটিস শেষে গণমাধ্যম এড়াতে সাকিবের কালো গাড়িটা নেয়া হয় একদম মিরপুর স্টেডিয়ামের ইন্ডোরের গেটের কাছে। সাকিব গাড়িতে উঠেন স্বাভাবিকভাবেই ; তার গাড়ি মিরপুরের ইনডোর স্টেডিয়ামের গেট থেকে বেরুতেই অনাকাঙ্খিত সেই মূহুর্ত ঘটে। একদল মানুষ একত্রিত হয়ে ক্ষোভ ঝাড়তে থাকেন। ‘ভুয়া ভুয়া’ বলে দুয়ো দিতে থাকেন। যা দেশের ক্রিকেটে বিরল ঘটনা।

সাকিব একটা প্র্যাক্টিস সেশন চেয়েছিলেন। পরবর্তী ম্যাচের আগে দীর্ঘ ছুটি পাওয়ায় বুধবার দেশে ফেরেন সাকিব। প্রিয় কোচ নাজমুল আবেদীন ফাহিমের সাথে শুরু করেন বিশেষ অনুশীলন। নিজেকে ফিরে পেতে করছেন আপ্রাণ চেষ্টা। করেছেন ব্যাটিং অনুশীলন! অথচ বিনিময়ে পেলেন কী! দেশের সর্বকালের সেরা ক্রিকেটারকে সহ্য করতে হলো ভুয়া ভুয়া চিৎকার!

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply