খালেদা জিয়ার অস্ত্রোপচার শুরু

|

ফাইল ছবি

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অস্ত্রোপচার শুরু হয়েছে। বিএনপি চেয়ারপারসনের সিরোসিস জটিলতার কারণে ফুসফুসে পানি জমা ও রক্তক্ষরণ বন্ধে টিপস পদ্ধতি শুরু করেছেন চিকিৎসকরা।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) অস্ত্রোপচার শুরু করেন যুক্তরাষ্ট্র থেকে আসা জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তিন বিশেষজ্ঞ চিকিৎসক।

এর আগে, বুধবার রাতে খালেদা জিয়াকে চিকিৎসা দিতে ঢাকায় পৌঁছান ওই তিন চিকিৎসক। চিকিৎসকদের মধ্যে রয়েছেন, যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির স্কুল অব মেডিসিনের লিভার ও কিডনি ট্রান্সপ্ল্যান্ট বিশেষজ্ঞ অধ্যাপক হামিদ রব, ইন্টারভেনশনাল অনকোলজির অধ্যাপক ক্রিসটোস স্যাভাস জর্জিয়াডেস এবং হেপাটোলজি বিভাগের অধ্যাপক জেমস পিটার হ্যামিলটন। ঢাকায় পৌঁছে তারা খালেদার চিকিৎসা কার্যক্রম শুরু করেন।

বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড অনেকদিন ধরেই তার লিভার প্রতিস্থাপনের জন্য বিদেশে নিয়ে চিকিৎসার পরামর্শ দিয়ে আসছে। খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার ও হৃদরোগে ভুগছেন।

এনকে/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply