ফিফা র‍্যাঙ্কিংয়ে ৬ ধাপ এগিয়েছে বাংলাদেশ; শীর্ষে আর্জেন্টিনা

|

ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম রাউন্ডে মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের দারুণ পারফরমেন্সের প্রতিফলন পড়েছে ফিফা র‍্যাঙ্কিংয়ে। এক লাফে ৬ ধাপ এগিয়েছে বাংলাদেশ ফুটবল দল। র‍্যাঙ্কিংয়ে জামাল-রাকিবদের অবস্থান এখন ১৮৩ নম্বরে। অন্যদিকে, শীর্ষস্থান অক্ষুণ্ন রেখেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা ফিফা বৃহস্পতিবার (২৬ অক্টোবর) নতুন র‍্যাঙ্কিং প্রকাশ করেছে। ১৮৩তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। ২০১৫ সালের পর তাদের সেরা অবস্থান এটি। সেবার ছিল ১৮২ নম্বরে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মাঝে সবার উপরে আছে ভারত। তাদের অবস্থান ১০২।

ছবি: সংগৃহীত

র‍্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচে কোনো পরিবর্তন আসেনি। সবার ওপরে আছে যথারীতি বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। পরের চারটি স্থানে ফ্রান্স, ব্রাজিল, ইংল্যান্ড ও বেলজিয়াম। চলতি মাসে বিশ্বকাপ বাছাইয়ে ভেনেজুয়েলার বিপক্ষে ১-১ ড্রয়ের পর উরুগুয়ের কাছে ২-১ ব্যবধানে হারা পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের রেটিং পয়েন্ট কমেছে। অন্যদিকে, লাতিন আমেরিকার বাছাই পর্বে প্যারাগুয়েকে ১-০ ও পেরুকে ২-০ গোলে হারানোয় রেটিং পয়েন্ট বেড়েছে আলবিসেলেস্তেদের।

দুই ধাপ এগিয়ে র‍্যাঙ্কিংয়ে ছয় নম্বরে উঠেছে পর্তুগাল। দুই ধাপ এগিয়েছে স্পেনও, ২০১০ বিশ্বকাপজয়ীরা আছে আটে। চার ধাপ পিছিয়ে ১০ নম্বরে নেমে গেছে ক্রোয়েশিয়া।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply