টিপস পদ্ধতিতে খালেদা জিয়ার অস্ত্রোপচার সম্পন্ন

|

ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ফুসফুসে পানি জমা ও রক্তক্ষরণ বন্ধে টিপস পদ্ধতিতে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তার অস্ত্রোপচার সফলভাবে হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে অস্ত্রোপচার শুরু করেন যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ তিনজন চিকিৎসক। টিপস পদ্ধতিতে অস্ত্রোপচারের পর তার পরবর্তী চিকিৎসা হবে, লিভার ট্রান্সপ্ল্যান্ট।

খালেদা জিয়ার চিকিৎসা জন্য যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির স্কুল অব মেডিসিনের লিভার ও কিডনি ট্রান্সপ্ল্যান্ট বিশেষজ্ঞ অধ্যাপক হামিদ রব, ইন্টারভেনশনাল অনকোলজির অধ্যাপক ক্রিসটোস স্যাভাস জর্জিয়াডেস এবং হেপাটোলজি বিভাগের অধ্যাপক জেমস পিটার হ্যামিলটনকে বুধবার রাতে ঢাকায় আনা হয়। তারা এসে রাতেই বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা শুরু করেন।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply