Site icon Jamuna Television

বিএনপির সমাবেশে যোগ দেয়ার ঘোষণা ২১টি শ্রমিক সংগঠনের

২৮ অক্টোবর বিএনপির সমাবেশে যোগ দেবে বাংলাদেশের ২১টি শ্রমিক সংগঠন নিয়ে গঠিত সম্মিলিত শ্রমিক পরিষদ (এসএসপি)। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাজধানীর পল্টনে ‘শ্রমিক কর্মচারী জাতীয় কনভেনশন ২০২৩–এর ঘোষণা ও প্রস্তাবনা’ নিয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এসএসপির প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস।

তিনি বলেন, সরকার দলীয় সংগঠন বাদে চলমান এই আন্দোলনে সবাই সমর্থন জানাচ্ছে। তাই সরকারের পদত্যাগ ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপির পাশে থাকবে সম্মিলিত শ্রমিক পরিষদ। আগামী ২৮ তারিখের মহাসমাবেশ ও একদফা আন্দোলন সফল করতে প্রতিটি সমাবেশে শ্রমিকরা অংশগ্রহণ করবে।

/এএস/এমএন

Exit mobile version