সন্ত্রাসী কর্মকাণ্ড করলে একজনকেও ছাড় দেয়া হবে না: প্রধানমন্ত্রী

|

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি মাঠে নামবে ভালো কথা। আওয়ামী লীগ কাউকে বাধা দেয়নি। কিন্তু কেউ যদি সন্ত্রাসী কর্মকাণ্ড করে একজনকেও ছাড় দেয়া হবে না।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বেলজিয়ামে প্রবাসী বাংলাদেশিদের দেয়া সংবর্ধনায় প্রধানমন্ত্রী এই কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি যেন নির্বাচন বানচাল করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। দলটি নির্বাচন বানচাল করতে চায়। তারা বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে নানা অপপ্রচার করছে।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ সচেতন, কেউ ভোট চুরি করলে ক্ষমতায় থাকতে পারে না। নির্বাচন সুষ্ঠু করা ও ভোটার তালিকা আওয়ামী লীগের আন্দোলনের ফসল। ভোট চুরির অভ্যাস বিএনপির।

বিএনপি বাংলাদেশকে সন্ত্রাস ও দুর্নীতির রাজত্বে পরিণত করেছিল বলেও এসময় মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

প্রবাসীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, সামনে জাতীয় নির্বাচন। এখন থেকেই আমাদের উন্নয়নের কথা মানুষের সামনে তুলে ধরতে হবে। নৌকার জন্য ভোট চাইতে হবে যেন, উন্নয়নের গতিশীলতা অব্যাহত থাকে। দুর্নীতিবাজ, খুনি, গ্রেনেড হামলাকারী, এতিমের টাকা আত্মসাতকারীরা যেন ক্ষমতায় এসে দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে।

অনুষ্ঠানে রেমিটেন্স ব্যাংকের মাধ্যমে পাঠানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, রেমিটেন্সের ওপর ৫ শতাংশ ইনসেনটিভ দেয়া হচ্ছে।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply