গাজায় নিহতের সংখ্যা ছাড়ালো ৭ হাজার, হামাসের তালিকা প্রকাশ

|

এক আহত ব্যক্তিকে নিয়ে হাসপাতালে ছুটছে গাজাবাসী। ছবি: রয়টার্স

ইসরায়েলি আগ্রাসনে গাজা উপত্যকায় ৭ হাজার ছাড়ালো প্রাণহানি। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) নিহতদের পুরো তালিকা প্রকাশ করেছে হামাস নেতৃত্বাধীন স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আল জাজিরার।

২১২ পৃষ্ঠার নথিতে সংযুক্ত করা হয়েছে নিহতদের নাম ও বয়স। মন্ত্রণালয়ের দাবি, ৬ হাজার ৭৪৭ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। কিন্তু এখনও শনাক্ত করা যায়নি ২৮১ জনের মরদেহ। যাদের বেশিরভাগই শিশু। দাফনের আগে তাদের কাপড় আর ছবি সংরক্ষণ করা হয়েছে মর্গে। তালিকা অনুসারে নিহতদের মধ্যে দুই হাজার ৬৬৫ জনই শিশু।

হামাসের অভিযোগ, গত তিনদিনে নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়েছে ইসরায়েলি সেনাবহর। গড়ে ছয়শ’র ওপর ছিল প্রাণহানি। এরইমধ্যে একদিনে সর্বোচ্চ ৭৫৬ জনের মৃত্যুর সাক্ষী হয় গাজাবাসী।

এর আগে, বুধবার (২৫ অক্টোবর) ফিলিস্তিনের প্রকাশিত মৃতের সংখ্যা নিয়ে সন্দেহ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এরপরই সামনে এলো এই পূর্ণাঙ্গ তালিকা।

/এএম



সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply