উন্নয়নশীল দেশে কোনো দলেরই সহিংসতা করা উচিত নয়: শিক্ষামন্ত্রী

|

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

স্টাফ করেসপনডেন্ট, চাঁদপুর:

সমাবেশের নামে বিএনপি সহিংসতা চালাতে পারে, কারণ তাদের অতীতেও এমনটা করার রেকর্ড আছে, এমনটাই মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বলেন, উন্নয়নশীল একটি রাষ্ট্রে কোনো দলেরই সহিংসতা করা উচিত নয়।

শুক্রবার (২৭ অক্টোবর) দুপুরে চাঁদপুর সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, আওয়ামী লীগ শান্তির স্বপক্ষে ও মানুষের অধিকারের পক্ষে। সেই দায়িত্ব দল সবসময় পালন করে।

অতীতে বিএনপি-জামায়াতের সহিংসতা করার রেকর্ড আছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, তারা (বিএনপি) তাদের নেতাকর্মীদেরকে বলেছে পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসতে। যদি একটা সমাবেশই হয় তাহলে জান দিয়ে দেয়ার প্রশ্ন উঠছে কেন? নিশ্চয়ই তাদের একটা পরিকল্পনা আছে।

এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল প্রমুখ।

আরএইচ/এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply