মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে একের পর এক হামলার জেরে অঞ্চলটিতে অতিরিক্ত ৯’শ সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) পেন্টাগনের পক্ষ থেকে নিশ্চিত করা হয় এ তথ্য। খবর সিএনএনের।
ইসরায়েলে-হামাস সংঘাতের জেরে অঞ্চলটিতে তোপের মুখে পড়েছে মার্কিন সেনারা। কেবল গত সপ্তাহেই ইরাকে ১২ দফা এবং সিরিয়ায় চার দফা হামলার শিকার হয় যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের সেনারা। এসব ঘটনার জন্য ইরান সমর্থিত গোষ্ঠীকে দোষারোপ করছে পেন্টাগন।
হামলা চেষ্টা প্রতিহতে অঞ্চলটিতে সামরিক শক্তি বাড়ানো এবং আকাশ প্রতিরক্ষা জোরদারের লক্ষ্যে সেনা পাঠানোর এ সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। তবে কোথায় কোথায় সেনা মোতায়েন করা হবে সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দেয়া হয়নি। কিন্তু কোনো মার্কিন সেনা ইসরায়েলে যাচ্ছে না বলে স্পষ্ট বার্তা দিয়েছে কর্তৃপক্ষ।
এটিএম/
Leave a reply