যেকোনো ভাষায় ভালো গল্পের সিনেমা হতে পারে: সোনাল

|

চলতি সপ্তাহে ‘দরদ’ সিনেমার শুটিংয়ের উদ্দেশ্য মুম্বাই গিয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। মুম্বাই গিয়েই নায়িকা সোনাল ও পরিচালক অনন্য মামুনের সঙ্গে রিহার্সেলে অংশ নিয়েছেন শাকিব।

বুধবার (২৫ অক্টোবর) মুম্বাইয়ের একটি হোটেলে সংবাদ সম্মেলন করেন শাকিব ও সোনাল। এ সময় পরিচালক অনন্য মামুন এবং প্রযোজক কামাল কিবরিয়া লিপুও উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে অভিনেত্রী সোনাল বলেন, সিনেমার কোনো ভাষা নেই। যেকোনো ভাষায় ভালো গল্পের সিনেমা হতে পারে। ‘দরদ’ তেমনই একটি প্রজেক্ট।

প্রসঙ্গত, মঙ্গলবার শাকিব খানসহ শুটিং ইউনিটের সবাই মুম্বাইয়ে গেছেন। ‘দরদ’ সিনেমাটি বাংলার পাশাপাশি তামিল, হিন্দি, মালায়লামসহ ৬টি ভাষায় নির্মিত হবে। আগামী বছরের ২রা ফেব্রুয়ারি একযোগে ৩২ দেশে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply