এখনও অনুমতি পায়নি জামায়াত, সমাবেশের চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা: সিটিটিসি প্রধান

|

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে জামায়াতকে সমাবেশের অনুমতি এখনও দেয়া হয়নি, তারপরও তারা সমাবেশে করার চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মো. আসাদুজ্জামান।

শনিবার (২৮ অক্টোবর) সকাল ১০টার দিকে এ কথা জানান তিনি। বলেছেন, যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় পুলিশ প্রস্তুত রয়েছে।

গত ১৮ নভেম্বর বিএনপি ঘোষণা দেয় একদফা দাবিতে ২৮ অক্টোবর তারা ঢাকায় মহাসমাবেশ করবে। এরপর আওয়ামী লীগও রাজধানীতে সমাবেশ ডাকে। এরমধ্যে ২৩ অক্টোবর জামায়াতও ঘোষণা দেয়, একইদিনে তারাও সমাবেশ করবে। এজন্য সহযোগিতা চেয়ে পুলিশকে চিঠিও দেয় দলটি।

কিন্তু শেষ পর্যন্ত গতকাল শুক্রবার রাতে আওয়ামী লীগ ও বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেয় পুলিশ। তার আগেই পুলিশের পক্ষ থেকে বলা হয়, রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে জামায়াতকে সমাবেশ করার অনুমতি দেয়া হবে না।

তবে আজ সকালে মিছিল নিয়ে শাপলা চত্ত্বরে যাওয়ার চেষ্টা করে জামায়াতের নেতাকর্মীরা। এ সময় তাদের বাধা দেয় পুলিশ। তখন দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। শাপলা চত্বরে যাওয়ার সব প্রবেশমুখে ব্যারিকেড দিয়ে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী।

/এটিএম/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply