যুক্তরাষ্ট্রের লিউস্টনে বন্দুক হামলাকারী পুলিশের গুলিতে নিহত

|

লিউস্টনে ম্যাস শ্যুটিয়ের সন্দেহভাজন হামলাকারীর মরদেহ উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। ছবি: রয়টার্স।

যুক্তরাষ্ট্রে মেইন প্রদেশের লিউস্টনে ম্যাস শ্যুটিয়ের সন্দেহভাজন হামলাকারীর মরদেহ উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। টানা ৪৮ ঘণ্টা ম্যানহন্টের পর মৃত অবস্থায় পাওয়া যায় হামলাকারীকে। শনিবার (২৮ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, ঘটনাস্থলের আট মাইল দূরে নির্জন এলাকায় মিলেছে তার লাশ। সন্দেহভাজন ৪০ বছর বয়সী রবার্ট কার্ড নিজের শরীরে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। দুই দিন টানা সাঁড়াশি অভিযানের পর হামলাকারী সম্পর্কে আসলো এ তথ্য। প্রশাসনের পক্ষ থেকে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

মেইনের গভর্নর জ্যানেট মিলস একটি সংবাদ সম্মেলনে বলেন, লিউস্টনের হামলাকারী মারা গিয়েছেন। অনুসন্ধানে জড়িত বিভিন্ন সংস্থার শত শত কর্মকর্তাকে ধন্যবাদ জানাচ্ছি।

তিনি আরও বলেন, অনেকের মতো, আমিও আজ রাতে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো। রবার্ট কার্ড আর কারো জন্য হুমকি নয়।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের লিউস্টনে বন্দুকধারীর হামলায় প্রাণ হারান ১৮ জন। গুরুতর আহত আরও ১৩ জন। গেল বছর টেক্সাসে হামলার পর এটিই বড় ধরনের বন্দুক সহিংসতার ঘটনা।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply