চট্টগ্রামের জনসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৮ অক্টোবর) চট্টগ্রামের আনোয়ারায় আয়োজিত জনসভায় বেলা ১২টা ৪৫ নাগাদ যোগ দিয়েছেন তিনি।
এই জনসভায় যোগ দিতে সকাল থেকেই বৃহত্তর চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে আসতে শুরু করেন নেতাকর্মীরা। নিজ এলাকায় বঙ্গবন্ধু টানেলের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা চালু হওয়ায় উচ্ছ্বসিত এসব নেতাকর্মীরা। তারা বলছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বদলে যাচ্ছে চট্টগ্রাম। উন্নয়নের এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে আবারও আওয়ামী লীগকে ভোট দেয়ার আহ্বান জানান তারা। ধারণা করা হচ্ছে, নির্বাচনকে সামনে রেখে দলের নেতাকর্মীদের উদ্দেশে নির্দেশনামূলক বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে, কর্ণফুলি নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার নামফলক উন্মোচনের মাধ্যমে তিনি টানেল উদ্বোধন করেন। এর মাধ্যমে বাংলাদেশ টানেলের যুগে প্রবেশ করলো। উন্মোচিত হলো দক্ষিণ চট্টগ্রামে শিল্প বাণিজ্য বিকাশের নতুন সম্ভাবনার দুয়ার।
এসজেড/
Leave a reply