ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন হামাসের শীর্ষ নেতা ইসাম আবু রুকবেহ। শনিবার (২৮ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে লিখেছে, শুক্রবার রাতে আইডিএফ যুদ্ধবিমান হামাসের এরিয়াল অ্যারের প্রধান ইসাম আবু রুকবেহকে লক্ষ্য আঘাত করে।
ইসাম আবু রুকবেহ হামাসের আকাশ প্রতিরক্ষা বিভাগের প্রধান ছিলেন। মূলত, তার নেতৃত্বেই ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে গ্লাইডারে করে হামলা চালায় হামাস। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং হামলা প্রতিরোধ বিভাগও পরিচালনা করতেন তিনি।
দীর্ঘদিন ধরেই হামাসের সাথে জড়িত আবু রুকবেহ। এরআগে, বিভিন্ন সময় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে চলা বিভিন্ন গেরিলা হামলার নেতৃত্ব দেন তিনি। কৌশলী যোদ্ধা হিসেবে পরিচিত আবু রুকবেহ দীর্ঘ দিন ধরেই ইসরায়েলের মোস্ট ওয়ান্টেডের তালিকায় রয়েছেন।
/এআই
Leave a reply