গণতন্ত্র, মানবাধিকার ও সুষ্ঠু নির্বাচন ইস্যুতে প্রভাবশালী কোনো কোনো দেশ নিজেদের স্বার্থ আদায়ে বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। তিনি বলেছেন, কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া প্রধানমন্ত্রীর অধীনে সকল নির্বাচন সুষ্ঠু হয়েছে।
শনিবার (২৮ অক্টোবর) সকালে ফরেইন সার্ভিস একাডেমিতে ডিপ্লোম্যাট ম্যাগাজিন আয়োজিত বর্তমান সময়ে বাংলাদেশের চ্যালেঞ্জ শীর্ষক এক সেমিনার শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
ভয় না দেখিয়ে বাংলাদেশে পশ্চিমাদের ব্যবসা ও বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। পরামর্শ না দিয়ে চীনের মতো টাকা নিয়ে আসার প্রস্তাবও দিয়েছেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্রান্সের সাথে এয়ারবাসের চুক্তির পর বোয়িং-এর দাম অর্ধেক করার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। পশ্চিমারা ব্যবসার জন্য নানা ইস্যু তৈরি করে। আমরা আপাতত কোনো অস্ত্র বা ব্যবসায়িক চুক্তি করব না।
এটিএম/
Leave a reply