রাজধানীতে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি মহাসমাবেশ ও শান্তি সমাবেশ ঘিরে কিছুটা উত্তেজনা বিরাজ করতে দেখা গেছে। নয়াপল্টনের কর্মসূচিতে যোগ দেয় বিএনপির নেতাকর্মীরা। আর বায়তুল মোকাররমের দক্ষিণ গেইট মুখর হয়ে উঠে আওয়ামী লীগের নেতাকর্মীদের স্লোগানে। যেকোনো বিশৃঙ্খল পরিস্থিতি ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এদিকে, কাকরাইলের সার্কিট হাউজের সামনে বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। জানা যায়, আওয়ামী লীগ কর্মীদের বহনকারী গাড়ি বিএনপির একটি মিছিলের পাশ থেকে যাওয়ার সময় দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এসময় বিএনপি কর্মীরা ওই গাড়িতে হামলা চালায়। সংঘর্ষে জড়িয়ে পড়ে দুইপক্ষ। এ ঘটনা বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ জানিয়েছেন, বিএনপির হামলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে পুলিশ।
Leave a reply