আগামী ৬ নভেম্বর যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্প ও তার তিন সন্তানকে তলব করেছে আদালত।
ডোনাল্ড ট্রাম্পের পারিবারিক ব্যাবসা প্রতিষ্ঠান- ট্রাম্প অর্গানাইজেশনের বিরুদ্ধে চলমান মামলার সাক্ষ্যগ্রহণ করতেই এ তলব। ট্রাম্প অর্গানাইজেশনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে প্রতারণামূলক ব্যবসায়িক অনুশীলন, কর ফাঁকি এবং বিভ্রান্তিকর আর্থিক বিবৃতিসহ আরও নানা কিছু। এ সাক্ষ্য মামলার ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন, ট্রাম্পের বড় তিন সন্তানের আদালতে হাজির হওয়া, মূলত ক্ষতিই বাড়াবে অর্গানাইজেশনটির।
এটিএম/
Leave a reply