প্রধান বিচারপতির বাড়িতে হামলার জবাব দিতে হবে বিএনপিকে: ওবায়দুল কাদের

|

বিএনপিকে প্রধান বিচারপতির বাড়িতে হামলার জবাব দিতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (২৮ অক্টোবর) বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে এ কথা বলেন তিনি।

এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কেনো আজকে প্রধান বিচারপতির বাড়িতে হামলা করলো, এর জবাব দিতে হবে বিএনপিকে। এদের বিরুদ্ধে খেলা হবে। পুলিশের গায়ে হাত দিয়েছে, একজনকে মেরে ফেলেছে। মুখে শান্তিপূর্ণ কর্মসূচির কথা বলে, পুরানো চেহারা দেখালো বিএনপি। এদের বিরুদ্ধে খেলা হবে।

এর আগে, আজ শনিবার দুপুরে রাজধানীর কাকরাইলে অবস্থিত প্রধান বিচারপতির বাসভবনের সামনে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় প্রধান বিচারপতির বাসভবনের গেটেও ভাঙচুরও চলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রধান বিচারপতির বাসভবনের সামনে বেশ কিছু মানুষ গাছের ডাল ভেঙে ও হাতের লাঠি দিয়ে নামফলক এবং গেটে হামলা চালায়। বাড়ির ভেতরে ইট পাটকেল ছুড়তে থাকে তারা। এর মধ্যে কাকরাইল ট্রাফিক পুলিশ বক্সেও অগ্নিসংযোগ করা হয়।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply