ইন্টারনেট বিচ্ছিন্ন করে গাজায় চলছে ভয়াবহ হামলা। ইসরায়েলের বিমান হামলার পাশাপাশি বড় পরিসরে চলছে স্থল অভিযান। শনিবার (২৮ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, শনিবার গাজা উপত্যকায় রাতভর বোমাবর্ষণ করেছে ইহুদি বাহিনী। উত্তরাঞ্চলে আরও জোরদার করেছে অভিযান। জাবালিয়া শরণার্থী শিবির টার্গেট করে চলছে ব্যাপক হামলা।
এদিকে, উত্তরে বেইত হানুন ও পূর্বাঞ্চলে বুরেইজ এলাকায় ইসরায়েলি পদাতিক বাহিনীর সঙ্গে তুমুল লড়াই চলছে হামাস যোদ্ধাদের। বিধ্বস্ত গাজায় স্থল, আকাশ ও সমুদ্রপথে সর্বাত্মক হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। তবে যোগাযোগ বন্ধ থাকায় কার্যত গোটা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে অবরুদ্ধ উপত্যকা।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রতি ঘণ্টায় গড়ে ৫০ জনের বেশি মানুষ প্রাণ হারাচ্ছে। চলমান হামলায় মোট নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৮ হাজার।
/এআই
Leave a reply