Site icon Jamuna Television

রাজধানীর বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ, নিহত ১

বিএনপি-জামায়াতের ডাকে দেশজুড়ে চলমান সকাল-সন্ধ্যা হরতালের মধ্যে রাজধানীর কয়েকটি স্থানে বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে।

রোববার (২৯ অক্টোবর) মধ্যরাত থেকে সকাল পর্যন্ত রাজধানীর অন্তত দুই জায়গায় বাসে আগুনে এবং বিভিন্ন স্থানে বাস ভাঙচুরের খবর পাওয়া গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত অগ্নিসংযোগে একজনের নিহতের খবর নিশ্চিত হওয়া গেছে।

জানা গেছে, রোববার ভোররাতের দিকে রাজধানীর ডেমরায় একটি বাসে অগ্নিসংযোগ করা হয়। এ সময় বাসের মধ্যে দুইজন ঘুমন্ত অবস্থায় ছিল। এরমধ্যে নাঈম নামে এক হেলপার নিহত হয়েছেন।

এছাড়াও বায়তুল মোকাররামের দক্ষিণ গেটে শিকড় পরিবহনের একটি বাসে আগুন দেয়া হয়েছে। উত্তরার জসীমউদ্দীন রোডেও গাড়ি ভাঙচুর করা হয়েছে।

এমএইচ/এটিএম/

Exit mobile version