Site icon Jamuna Television

আমীর খসরুর বাসায় আইনশৃঙ্খলা বাহিনীর তল্লাশি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর বাসায় তল্লাশি চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রোববার (২৯ অক্টোবর) সকালে রাজধানীর বনানীতে তার বাসা ঘেরাও করে রাখে আইনশৃঙ্খলা বাহিনী। তবে এ সময় তিনি বাসায় ছিলেন না বলে জানা গেছে।

আমীর খসরুর ছেলে ইস্রাফিল খসরু বলেন, পুরো ভবনেই তল্লাশি চালিয়েছে পুলিশ। বাবার (আমীর খসরু) পাসপোর্ট নিয়ে গিয়েছিলো। পরে ফেরত দিয়েছে। মায়ের (খসরুর স্ত্রী) মোবাইলও নিয়ে গিয়েছিলো। সেটিও ফেরত দিয়েছে।

তিনি আরও বলেন, অন্যান্য নেতাদের গ্রেফতার করার অংশ হিসেবেই তারা বাসায় আসতে পারেন। গতকাল রাতে বাবা বাসায় ফেরেননি। এমন তল্লাশিতে অবাক হবার কিছুই নেই। আমরা ওনাদের কোনো কাজে বাধা দিইনি।

/এনকে

Exit mobile version