ইসরায়েলি আগ্রাসনে গাজা উপত্যকায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৭শ’। আহত অন্তত ১৯ হাজার ৭৩৪ জন।শনিবার (২৮ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী, ৭ অক্টোবর থেকে শুরু হওয়া রক্তক্ষয়ী এই যুদ্ধে নিহতদের মধ্যে ৩ হাজার ৫৯৫ শিশু রয়েছে। ১ হাজার ৮শ’ নারী এবং ৩৯৭ জন প্রবীণ রয়েছে। ইসরায়েলি হামলায় এখনও নিখোঁজ ১৬৫০ জন, যাদের মধ্যে ৯৪০ জন শিশু রয়েছে।
এর আগে, বুধবার (২৫ অক্টোবর) ফিলিস্তিনের প্রকাশিত মৃতের সংখ্যা নিয়ে সন্দেহ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এরপরই সামনে এলো এই পূর্ণাঙ্গ তালিকা।
/এআই
Leave a reply