Site icon Jamuna Television

বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিস্ফোরকের আলামত সংগ্রহ

নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ১০ ধরনের বিস্ফোরকের আলামত সংগ্রহ করা করেছে বলে জানিয়েছে সিআইডি। রোববার (২৯ অক্টোবর) সিআইডির ফরেনসিক এবং সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান এ তথ্য জানান।

এর আগে রোববার সকালে ৯ সদস্যের একটি ইউনিট নয়াপল্টনের ক্রাইম সিন হিসেবে চিহ্নিত এলাকায় প্রবেশ করে এবং আলামত সংগ্রহের কাজ শুরু করে। রাস্তায় পড়ে থাকা ছাই ও বিভিন্ন সামগ্রী আলামত হিসেবে সংগ্রহ করেন তারা। প্রায় দুই ঘণ্টা সময় নিয়ে তারা পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

শনিবার নয়াপল্টনে ছিল বিএনপি’র মহাসমাবেশ। কর্মসূচি ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা। বিভিন্ন স্থানে হয় সংঘর্ষ; পোড়ানো হয় গাড়ি। এমন পরিস্থিতিতে মহাসমাবেশ পণ্ড হয়ে যায়। শনিবারের সংঘাতে এক পুলিশ সদস্য ও এক যুবদল কর্মী নিহত হন।

/এনকে

Exit mobile version