স্টাফ করেসপন্ডেন্ট, গাজীপুর:
প্রধান বিচারপতির বাসভবনের ফটকে লাথি মারা হয়েছে। এটা পুরো বিচার বিভাগকে লাথি মারার সামিল। এটা সরকার সহ্য করবে না। এমন মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
রোববার(২৯ অক্টোবর) দুপুরে গাজীপুরের মারিয়ালীতে নবনির্মিত রেজিস্ট্রেশন কমপ্লেক্স উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, কিছু রাজনৈতিক দল আন্দোলনের নামে সহিংসতা শুরু করেছে। সংঘাতে নিহত হয়েছেন একজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যও। কেউ যেহেতু আইনের ঊর্ধ্বে নয়, তাই এ হত্যার বিচার অবশ্যই হবে।
আইনমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে সারা বিশ্বে পরিচিত করেছেন। এ উন্নয়নের ধারা ব্যাহত করার লক্ষ্যেই বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করছে। শুরু করেছে মানুষ খুন। এমন চক্রান্ত সফল হবে না উল্লেখ করে, সবাইকে সজাগ থাকার আহ্বান জানান আইনমন্ত্রী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক।
এএস/
Leave a reply