রাজধানীর মোড়ে মোড়ে পুলিশের অবস্থান, মোতায়েন আছে র‍্যাব-বিজিবিও

|

বিএনপি-জামায়াতের ডাকা হরতালে রাজধানীর পরিবেশ স্বাভাবিক রাখতে বিপুল সংখ্যক পুলিশ, র‍্যাব ও কয়েক প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। বিভিন্ন সড়ক, বাসস্টান্ড ও সরকারি স্থাপনার পাহারায় আছেন পুলিশ সদস্যরা।

রোববার (২৯ অক্টোবর) সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি সদস্যদের টহল দিতে দেখা গেছে। এছাড়া নয়াপল্টনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন আছেন র‍্যাব সদস্য।

সাধারণ মানুষের জীবনযাত্রা যেন ব্যাহত না হয়, এজন্য সতর্ক আছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সহিংসতা বা হামলার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রস্তুতি রয়েছে বলেও জানানো হয়েছে।

এদিকে, হরতালের সমর্থনে রাজধানীর গুলশান, উত্তরা, মোহাম্মদপুরসহ বিভিন্ন স্থানে মিছিল করেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। রোববার সকালে রাজধানীর গুলশান এলাকায় মিছিল বের করে জামায়াত। কিছুক্ষণ পরেই মিছিলটি শেষ হয়ে যায়।

এছাড়া উত্তরা, বিমানবন্দর, রূপনগরসহ বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল ও পিকেটিং করে দলটির সমর্থকরা। শনিবার (২৮ অক্টোবর) সমাবেশ শেষে বিবৃতি দিয়ে হরতালের ডাক দেয় জামায়াত।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply