তুরস্ক থেকে কূটনীতিকদের দেশে ফেরার নির্দেশ দিলো ইসরায়েল

|

গাজায় আগ্রাসন চালানোকে কেন্দ্র করে ইসরায়েলের কঠোর সমালোচনার জেরে উত্তপ্ত ইসরায়েল-তুরস্কের সম্পর্ক। আঙ্কারা থেকে নিজেদের কূটনীতিকদের দেশে ফেরার নির্দেশ দিয়েছে ইসরায়েল। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান তেল আবিবকে যুদ্ধাপরাধী আখ্যা দেয়ায় এই পদক্ষেপ নিলো দেশটি। খবর এপির।

শনিবার (২৮ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন বলেন, ইসরায়েল-তুর্কি সম্পর্ক পুনর্মূল্যায়ন করা হবে। তুরস্ক থেকে আসা গুরুতর বিবৃতির পরিপ্রেক্ষিতে আমি দু’দেশের মধ্যকার সম্পর্ক পুনর্মূল্যায়নের জন্য কূটনৈতিক প্রতিনিধিদের সেখানে ফিরে আসার নির্দেশ দিয়েছি।

উল্লেখ্য, শনিবার ফিলিস্তিনিদের পক্ষে হওয়া বিক্ষোভে অংশ নিয়ে গাজায় আগ্রাসনের ব্যাপক সমালোচনা করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। পাশাপাশি, বেনিয়ামিন নেতানিয়াহুকে সন্ত্রাসীও আখ্যা দেন তিনি। তারই প্রতিক্রিয়ায় কূটনীতিকদের আঙ্কারা ছাড়ার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply